লক্ষ্মীপুর প্রতিনিধি
৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবতাবাদীরা।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলার সভাপতি সামছুল করিম বলেন, সবার আগে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দেশে ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, মানবতা এখন আর নেই, একে-অপরের শান্তির জন্য মানবতা ফিরিয়ে আনতে হবে। দেশে শান্তির জন্য সবাইকে মিলে কাজ করতে হবে। খুন-মারামারি বন্ধ করতে হবে। তাহলে দেশে শান্তি ফিরে আসবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউস সানি আকাশ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি রাশেদুল ইসলাম, নির্বাহী সদস্য মো. ফিরোজ আলম, প্রমুখ।

আরও পড়ুন
লক্ষ্মীপুরে মাদকাসক্ত এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
যাত্রাবাড়ি ফল মার্কেট মালিক ও সবজী ব্যবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের রুখে দিয়ে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে : চরমোনাই পীর