December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 7:07 pm

লক্ষ্মীপুর জেলার সীমান্তে পুলিশের অভিযান: ৬টি অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার সীমান্ত এলাকা নোয়াখালীর আলায়াপুরের একটি কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬ টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ৫ টি রাইফেল ও ১ টি এলজি ছিল।

স্থানীয়রা বলছেন, লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল খ্যাত চন্দ্রগঞ্জে অসংখ্য অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এসব অস্ত্র উদ্ধার করা জরুরি। অন্যথায়, নির্বাচনে অস্ত্রবাজরা সুষ্ঠু ভোটে বাধা হয়ে দাঁড়াবে। এখানে অস্ত্র তৈরির কারখানাও রয়েছে। গত ১ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এখন সীমান্তবর্তী এলাকা থেকে ৬ টি অস্ত্র উদ্ধার করে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় যেন নিয়ে আসে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে চন্দ্রগঞ্জ’র সীমান্তবর্তী এলাকা বেগমগঞ্জ’র একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। ভোরবেলা চালানো অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলায়াপুরের কবরস্থান থেকে উদ্ধারকৃত ৬ টি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। তবে পুলিশ কাজ করছে, এরসাথে জড়িতদের খুঁজে বের করতে।