Wednesday, December 31st, 2025, 7:44 pm

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল, কোষাধ্যক্ষ সোহেল রানা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), চতুর্থ বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪) এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা।

এছাড়া নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (দৈনিক কালবেলা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খান (আজকালের খবর), প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা (আজকের বিজনেস বাংলাদেশ), নির্বাহী সদস্য রাজীব হোসেন রাজু ( দৈনিক আমার দেশ) ও আফজল সবুজ (দৈনিক সবুজ জমিন)।

উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১১টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।