বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে লঞ্চে-ট্রেন-বাসে আসছে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী।
চাঁদপুর জেলা থেকে লঞ্চ ও বাসে যোগ দিয়েছেন প্রায় ৩০ হাজার নেতা-কর্মী। শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৬টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যায় দুটি বিলাসবহুল লঞ্চ। নির্দিষ্ট সময়ের আগেই সেগুলো লঞ্চঘাটে পৌঁছায়। এর আগে মধ্যরাতে ছেড়ে যায় আরও একটি লঞ্চ।

জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, আগে থেকেই আমরা সমাবেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পাঁচটি লঞ্চ এবং ৫০টি বাসে জেলার নেতা–কর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন।
এদিকে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে যেসব ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে সেগুলোর সবকটিতেই জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। নেতাকর্মীরা ঢাকায় আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিতে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নেতাকর্মীদের বহনকারী সারি সারি গাড়ি প্রবেশ করছে। এতে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা, শনির আখড়া, রায়েরবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
এবার তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল
জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ
ভারত ভাঙার ডাক, অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল নয়াদিল্লি