July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 30th, 2025, 7:15 pm

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৬ কোটি টাকা অ্যাপার্টমেন্টের খোঁজ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অভিজাত এজোয়ার রোড এলাকার কাছে অবস্থিত বহুতল আবাসিক ভবন ‘ওয়েস্টমার্ক টাওয়ার’-এ সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ব্যবসায়ী আনিসুজ্জামান চৌধুরীর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে। এই ভবনটি মূলত আরব দেশগুলোর ধনীদের আবাসস্থল হিসেবে পরিচিত।

ওয়েস্টমার্ক টাওয়ারের ওই অ্যাপার্টমেন্টটি ২০২১ সালের ১৫ জুলাই আনিসুজ্জামানের মালিকানাধীন ‘বিটকম রিয়েল এস্টেট লিমিটেড’-এর মাধ্যমে কেনা হয়। দাম ছিল ১৬ লাখ ৬ হাজার ৪৫০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৫০ লাখ টাকা।

যুক্তরাজ্যের কোম্পানি হাউস অনুযায়ী, বিটকম রিয়েল এস্টেট লিমিটেডের (নিবন্ধন নম্বর ১২৫৮২৪৬২) দুই পরিচালক হলেন আনিসুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১ মে গঠিত হয় এবং এর অফিস লন্ডনের ২২ গিলবার্ট স্ট্রিটে অবস্থিত। সম্পত্তিটি ৯৯৯ বছরের ইজারা চুক্তিতে কিনেছেন তারা, বার্কলে হোমস নামক আবাসন কোম্পানি থেকে।

চলতি বছরের ১৭ জানুয়ারি অ্যাপার্টমেন্টটির ওপর বিটকম রিয়েল এস্টেট ও সেনক্যাপ লিমিটেড নামের একটি ঋণদাতা প্রতিষ্ঠানের মধ্যে পুনঃ মর্টগেজ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ওই সম্পত্তির ওপর ফিক্সড ও ফ্লোটিং চার্জ আরোপ করা হয়।

আনিসুজ্জামান চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রীর ভাই। তাদের পরিবার দীর্ঘদিন ধরেই রাজনীতি ও ব্যবসায় প্রভাবশালী হিসেবে পরিচিত। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক দেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ রয়েছে, যেগুলোর তদন্ত চলছে।

সম্প্রতি যুক্তরাজ্যের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত এক বছরে সেখানে বাংলাদেশের সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে অন্তত ২০টি সম্পত্তি বিক্রয়, হস্তান্তর বা পুনঃ মর্টগেজ–সংক্রান্ত আবেদন জমা পড়েছে। এই তালিকায় আনিসুজ্জামান চৌধুরীর নামও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিনি লন্ডনের রিজেন্টস পার্ক এলাকায় ১ কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউসসহ অন্তত চারটি সম্পত্তি বিক্রি বা পুনঃ মর্টগেজের জন্য আবেদন করেছেন।

এর আগে বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা প্রায় ১৭ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে। এসব সম্পদের অর্থের উৎস যাচাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর নজরে থাকা এসব সম্পত্তির বেশির ভাগই লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত।