অনলাইন ডেস্ক :
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। তার আইপিএল পর্ব আগেই শেষ হয়ে গেছে। মাত্র একটি আইপিএল ম্যাচ খেলেই তাকে দেশে ফিরতে হয়েছে। এবার লন্ডনে গিয়েই ভক্তদের সঙ্গে নিজের নতুন অভিজ্ঞতা শেয়ার করলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার। যে চেরি ফুল সৌন্দর্যের কারণে বিশ্ববিখ্যাত, লন্ডনে গিয়ে সেই ফুলের সঙ্গেই ছবি তুলেছেন লিটন।
ক্যাপশনে লিখেছেন, ‘প্রথমবার চেরি ব্লসম দেখছি। দারুণ অভিজ্ঞতা।’ লিটন যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে গাছ ভরে চেরি ব্লসম ফুল ফুটে রয়েছে। গোলাপি রঙের সেই ফুলে গাছ ভর্তি আর নীচে হাসিমুখে দাঁড়িয়ে লিটন। গত ৯ এপ্রিল আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন লিটন।
তবে নাইট কর্তৃপক্ষ তাকে মাত্র একটি ম্যাচে সুযোগ দিয়েছিল। যাতে লিটন নিজেকে প্রমাণ করতে পারেননি। এরপর জরুরি পারিবারিক কারণে তিনি গত ২৮ এপ্রিল দেশে ফিরে আসেন। এবার জাতীয় দলের দায়িত্ব পালনে ইংল্যান্ড গেলেন। ৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি