অনলাইন ডেস্ক :
ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে নিয়ে ‘পদাতিক’সিনেমা নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটি মুক্তির অপেক্ষায়। তবে মুক্তির আগে সিনেমাটি নিয়ে সুখবর দিলেন চঞ্চল চৌধুরী। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি। আর সেখানে অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন নির্মাতা ও অভিনেতা। এমনটাই জানিয়েছেন চঞ্চল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাইটে বিমানে বসে সৃজিত মুখার্জির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, সৃজিত’দার সাথে পদাতিক এর অনেক বড় একটা সফর। লন্ডন যাত্রা। উদ্দেশ্য একটি চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’এর প্রথম প্রদর্শনী।
জানা গেছে, লন্ডনে ‘পদাতিক’সিনেমার তিনটি শো প্রদর্শিত হবে। উৎসবের শেষ দিন সবার সঙ্গে বসে সিনেমাটি দেখার জন্য লন্ডনে যাচ্ছেন সৃজিত ও চঞ্চল। এর আগে, ‘পদাতিক’সিনেমায় নিজের অভিনয় অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল বলেছেন, ‘‘উপমহাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমায় ‘মৃণাল সেন’ চরিত্রে অভিনয় করা ছিল আমার জন্য যেমন দুঃসাহসের, তেমনি গর্বের’’। গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৪ নভেম্বর যুক্তরাজ্যের চারটি শহর লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ও লিডসে চলবে এই চলচ্চিত্র উৎসব। এর আগে, নির্মাতা সৃজিত মুখার্জি জানিইয়েছিলেন, উৎসবের শেষ দিন, অর্থাৎ আগামী ৪ নভেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ‘রিজেন্ট স্ট্রিট সিনেমা’য় ‘পদাতিক’ এর প্রদর্শনী হবে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব