কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়া কেনা বৃহস্পতিবার থেকে শুরু হবে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, সারাদেশে ১৫৪টি ট্যানারি সরকার নির্ধারিত মূল্যে লবণযুক্ত কাঁচা চামড়া কিনবে।
বুধবার রাজধানীর ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ট্যানার ও সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
শাহীন সাংবাদিকদের বলেন, গত তিনদিনে প্রায় সাড়ে তিন লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ট্যানাররা।
গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ৯৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের আশা প্রকাশ করেন তিনি।
বিটিএ সভাপতি বলেন, কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে রাসায়নিকের প্রয়োজন হয়। ট্যানাররা সুপারভাইজড বন্ড সুবিধার আওতায় রাসায়নিক সংগ্রহ করেন।
তিনি বলেন, ‘ট্যানারি শিল্পের স্বার্থে সুপারভাইজড বন্ড বজায় রাখা এবং এর সুবিধা বাড়ানো প্রয়োজন। এই সুবিধা বাড়ানোর জন্য বিটিএ ইতিমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেছে।’
—ইউএনবি
আরও পড়ুন
২ প্রকল্পে ৮৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক
টিনের বদলে সোলার, ঘরের ছাদ থেকেই মিলবে বিদ্যুৎ