অনলাইন ডেস্ক :
গায়ক আকবরের অবস্থা ভালো নয়। শনিবার রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে তাঁকে। কিডনি, লিভারে জটিলতাসহ কদিন আগে কেটে ফেলা পায়ের স্থানে ইনফেকশন দেখা দিয়েছে। যে কোনো সময় নেওয়া হতে পারে লাইফ সাপোর্টে। রোববার (৬ নভেম্বর) দুপুরে চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানালেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। কানিজ ফাতেমা বলেন, ‘কাল হঠাৎ করেই ওঁর (আকবরের) শরীর খারাপ হয়। পরে দুপুরে আইসিইউতে নেওয়া হয়। এখন পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি, ডাক্তাররা জানিয়েছেন যে কোনো সময় লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে। এজন্য আমার কাছে একটি সাক্ষর নিয়েছেন। ’তিনি বলেন, ‘ডাক্তাররা বলছেন কিডনি ডায়ালাইসিস করতে হবে। ক্রিয়েটেনিন ৮.৭। লিভারেও সমস্যা দেখা দিয়েছে। পায়ের কাটা জায়গায় ইনফেকশন হয়েছে। তাই যে কোনো সমস্য লাইফ সাপোর্টে নেবে। জানি না কি হবে। আমি এখন হাসপাতালেই আছি। নতুন কোনো তথ্য জানাননি ডাক্তাররা। ’অনেকদিন ধরেই অসুস্থ ইত্যাদিখ্যাত গায়ক আকবর। কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায় বলে জানিয়েছিলেন স্ত্রী কানিজ ফাতেমা। যার ফলে সম্প্রতি তাঁর পা কেটে ফেলে দেয়া হয়েছে। রিকশা চালিয়ে হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’