December 31, 2025
Thursday, December 25th, 2025, 3:29 pm

লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টানা ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে বিরাজ করছে উৎসবমুখর আবহ। একনজর দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

ভোর থেকেই দলীয় পতাকা ও ব্যানার হাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় জড়ো হন লাখো নেতাকর্মী। সবার দৃষ্টি ছিল তারেক রহমানের আগমনের দিকে। অবশেষে দুপুর ২টা ৫ মিনিটে গণসংবর্ধনাস্থলের প্রবেশদ্বারে পৌঁছালে হাজারো নারী, শিশু, বৃদ্ধ ও যুবক তাকে অভিবাদন জানান। অনেকেই হাত তুলে সালাম জানান। উপস্থিত জনতার উচ্ছ্বাস, আনন্দ ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি এবং একমুঠো মাটি হাতে তুলে নেন। এরপর লাল-সবুজ রঙের একটি বাসে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে ৩০০ ফিট এলাকায় রওনা হন।

পথে পথে অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। একইভাবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত জনতা। কিছুক্ষণের মধ্যেই তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এনএনবাংলা/