জেলা প্রতিনিধি, সিলেট :
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্ট পরিদর্শণ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, নাথালি শিউয়াখ। গত ৩ অক্টোবর রোববার পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর – হেড অব পলিটিক্যাল, ইকোনোমিক অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, থমাস বমগার্টনার। এসময় প্ল্যান্টে তাদের স্বাগত জানান কোম্পানির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানবসম্পদ পরিচালক আসিফ ভূইয়া এবং হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস ও সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং।
পরিদর্শণকালে রাস্ট্রদূতকে স্বয়ংসম্পূর্ণ এই সিমেন্ট প্ল্যান্টের উৎপাদন সুবিধা, গুণগত মান রক্ষা পদ্ধতি এবং উদ্ভাবনী সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। এরপর তিনি সিমেন্ট প্ল্যান্ট, অ্যাগ্রিগেট প্ল্যান্ট, জিওসাইকেল ও কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শণ শেষে সিমেন্ট প্ল্যান্টের সর্বাধুনিক প্রযুক্তি ও স্থানীয়দের জীবন মান উন্নয়নে কোম্পানির টেকসই উন্নয়ন প্রকল্পগুলোর ভূয়সী প্রশাংসা করেন রাষ্ট্রদূত। লাফার্জহোলসিম বাংলাদেশ সুইজারল্যান্ডের হোলসিম ও স্পেনের সিমেন্টোস মলিন্স এর যৌথ উদ্যোগ।
লাফার্জহোলসিমের সুরমা প্ল্যান্ট পরিদর্শন করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

আরও পড়ুন
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল
ডামুড্যায় ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ
রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপিত