অনলাইন ডেস্ক :
পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। বুধবার (৩০ নভেম্বর) লাবুশেনের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ২ উইকেটে ২৯৩ রান করেছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে ১৫৪ রানে অপরাজিত আছেন লাবুশেন। ২৭০ বল খেলে ১৬টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান লাবুশেন। ওপেনার উসমান খাজা ৬৫ রানে আউট হলেও ৫৯ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস-কাইল মায়ার্স ১টি করে উইকেট নেন। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আরও পড়ুন
টেস্ট ক্রিকেট: মরণদশা থেকে বাঁচানোর উপায় কী
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?