January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 11th, 2022, 8:01 pm

‘লাভ স্টেশন’-এ জোভান-পড়শী

অনলাইন ডেস্ক :

একজন গানের মানুষ। সুরেলা কণ্ঠে জয় করেছেন মানুষের মন। আরেকজন অভিনয়ের। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। দুজনের দেখা হলো ‘লাভ স্টেশন’-এ। না, এটা বাস্তবের কোনো প্রেম-রসায়ন নয়। বরং নাটকের গল্প। অভিনেতা ফারহান আহমেদ জোভান ও গায়িকা সাবরিনা পড়শী জুটিবেঁধে অভিনয় করেছেন একটি নাটকে। সেটারই নাম ‘লাভ স্টেশন’। পরিচালনায় মহিদুল মহিম। ডিসেম্বরের প্রথম তিন দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নাটকটির শুটিং সেরে এসেছেন তারা। জোভানবলেছেন, ‘শ্রীমঙ্গলের একটি রিসোর্ট এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন ইত্যাদি জায়গায় শুটিং করেছি। গত ১, ২ ও ৩ ডিসেম্বর শুটিং হয়েছে। অপূর্ব সব জায়গায় বেশ আনন্দের সঙ্গেই কাজটি করেছি।’ ‘লাভ স্টেশন’র গল্পটা রোমান্টিক-কমেডি ঘরানার। দুটি চরিত্রের জার্নির উপাখ্যান উঠে আসবে এতে। পড়শীর সঙ্গে প্রথমবার অভিনয়। গান থেকে অভিনয়ে আসা এই তরুণীকে নিয়ে জোভানের একবাক্যে মন্তব্য, ‘গায়িকা হিসেবে ভালো, অভিনেত্রী হিসেবে সম্ভাবনাময়ী।’ আগামী ৩১ ডিসেম্বরে বছর শেষ উপলক্ষে অথবা ভালোবাসা দিবসে নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জোভান। উল্লেখ্য, এর আগে পড়শী ‘মারিয়া ওয়ান পিস’, ‘শাদি মোবারক’ শীর্ষক নাটকে কাজ করেছেন। এগুলোতে তাকে দেখা গেছে কলকাতার ঋষি কৌশিক ও ঢাকার মুশফিক ফারহানের সঙ্গে। এদিকে গতকাল শনিবার প্রচার হতে যাচ্ছে জোভান অভিনীত নতুন নাটক ‘গোল্ডেন গোল’। তপু খান পরিচালিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনের মজাদার ইস্যু নিয়ে। এতে জোভানের বিপরীতে আছেন সাফা কবির। নাটকটি দেখা যাবে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।