লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার(৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সীমান্ত পিলার ৯১৩/৪ এস- এর কাছে এই ঘটনা ঘটে।
নিহত মুরুলী উত্তর বালাপাড়া এলাকার সুশীল গীদালে ছেলে। আর আহতরা হলেন- মিজানুর রহমান ও লিটন মিয়া।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে ৭৫- চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দলের ২-৩ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই মুরুলীর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বিএসএফের গুলিতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিবাগত রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। লাশ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন