লালমনিরহাটের আদিতমারীতে কলাগাছের ভেলায় করে গুলিবিদ্ধ এক বাংলাদেশি এক যুবকের লাশ পাঠিয়েছে ভারত। শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৭ নম্বর মেইন পিলারের ৩ নং সাব পিলার এলাকা দিয়ে লাশটি পাঠানো হয়।
নিহত রফিকুল ইসলাম (২২) লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর চওড়াটারী গ্রামের হায়দার পাগলার ছেলে।
বিজিবি ও সীমান্তবাসী জানান, শুক্রবার (৭ জুলাই) ভোররাতে কুমারটারী সীমান্তের ৯২৭ নং মেইন পিলারের ৩নং সাব পিলার এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে রফিকুল ইসলাম। এরপর দুপুরে তার গুলিবিদ্ধ লাশ কলাগাছের ভেলায় করে বাংলাদেশি সীমান্ত পাড় করে দিয়ে চলে যান একজন ভারতীয় নাগরিক। এরপর স্থানীয়রা মৃতের পরিচয় শনাক্ত করে।
ভারতে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কঠোর নজরদারীর কারণে এটা ঘটতে পারে বলে ধারণা করছেন সীমান্তবাসী।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে দুর্গাপুরের দীঘলটারী গ্রামে একইভাবে অবৈধ অনুপ্রবেশের দায়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হন দুইজন ভারতীয় নাগরিক। পরে বিকালে দুই দেশের পতাকা বৈঠকে ভারতীয়দের ফেরত দেন বিজিবি সদস্যরা।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতীয় সীমান্তের ওপার থেকে একটি লাশ ভেসে এসেছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতের নির্বাচনের কারণে এটি হতে পারে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর