January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 11th, 2023, 7:41 pm

লালমনিরহাটে টিকটক ভিডিও বানাতে গিয়ে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর সড়কে টিকটক ভিডিও বানানোর সময় দুই বন্ধু ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাটের কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে থাকে। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুইজন মারা যান। অপর যুবক চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকরররা (তদন্ত) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি