December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 13th, 2023, 7:45 pm

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার দুই বছরের ছেলে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই উপজেলার ধবলসুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম (২৬) ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৬)।

এ সময় দুই বছরের একটি ছেলে সন্তানও আহত হয়েছে।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন ঘুন্টি নামক এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়।

এতে মা সুমি বেগম ও মেয়ে তাসমিরা তাবাসুম তাসিনের মৃত্যু হয় এবং দুই বছর বয়সী একটি ছেলে সন্তান আহত হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকেও খবর দেয়া হয়েছ।

—-ইউএনবি