লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বুড়িমারী লালমনিরহাট রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন ওয়ার্কশেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত দুই বগি উদ্ধারসহ লাইন মেরামতের কাজ শুরু করেছে লালমনিরহাট রেল বিভাগ।
জানা গেছে, রাজধানী থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল।
এ সময় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট রেল বিভাগের ডিএমই (লোকো) সাজিদ হাসান নির্ঝর।
এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রেল রুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে এসে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৫-এর উদ্বোধন
রংপুরে জনবান্ধব সেবা ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ, সাপাহারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত