January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 4:30 pm

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আরও একজন বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রবিবার ভোররাতে উপজেলার বেলবাড়ীর ডাঙা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৫০) উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুড়িমারী দাখিল মাদরাসা (কলাবাগান) এলাকার চেনু মিয়ার ছেলে। একই এলাকার হেদুল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩০) বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮৬৪ নম্বর মেইন পিলারের শমসেরনগর বেলবাড়ীডাঙা এলাকায় পাঁচ থেকে সাতজন বাংলাদেশি ভারতীয় গরু পারাপার করার সময় কোচবিহার মেখলিগঞ্জ ১৬৯ বিএসএফ ব্যাটলিয়নের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

ওসি আরও জানান, এতে ঘটনাস্থলেই রবিউল নিহত ও শহিদুল গুলিবিদ্ধ হন। অন্যরা হতাহতদের নিয়ে পালিয়ে আসেন। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শহিদুল রংপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর পরিচালক লে. কর্নেল এএম মাহবুবুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিএসএফ’কে একটি প্রতিবাদপত্র পাঠানোর কথা জানান তিনি।

—–ইউএনবি