জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর লালাদিঘীর পাড়ে বেষ্টনী নির্মাণ না করার দাবীতে মেয়রের কাছে এলাকাবাসী স্মারকলিপি পেশ করেছেন। সেমাবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এলাকার ৭৩জন বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি সূত্রে জানা যায়, লালাদিঘী সিলেটের একটি ঐতিহ্যবাহী প্রাচীন দিঘী। এলাকার অধিবাসীরা এ দিঘীর পানি বিভিন্ন কাজে ব্যবহার করলেও এতে মাছ চাষ অব্যাহত রয়েছে। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিঘীর চারদিকে এসএস পাইপ দ্বারা বেষ্টনী ও সজ্জিত করণের পরিকল্পনা গ্রহণের খবর পাওয়া যায়। দিঘীর পাড়ে বেষ্টনী নির্মাণ করা হলে এতে বহিরাগত নারী-পুরুষের অবাধ বিচরণসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সুযোগ সৃষ্টি হবে। এতে এলাকার সামাজিক অবক্ষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এমতাবস্থায় এলাকার অধিবাসীরা মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে বেষ্টনী নির্মাণ না করার জন্য জোর দাবী জানান।
আরও পড়ুন
নড়াইলে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ৪
খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন
বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গনমুখী দল। -আতিকুর রহমান মুজাহিদ