December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 14th, 2021, 8:22 pm

লালাবাজারে ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের টিউবওয়েল প্রদান

দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের তিনটি গ্রামে ফিউচার ওয়েলফেয়ার ট্রাষ্ট এর পক্ষ থেকে টিউবওয়েল প্রদান করা হয়েছে।
গত ১২ নভেম্বর শুক্রবার ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে লালাবাজার ইউনিয়নের বিবিদইল গ্রামে ২টি,করসনা গ্রামে ১টি,গুনা খাঁলপার গ্রামে ১টি করে মোট ৪টি টিউবওয়েল প্রদান হয়। এসময় লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ইউপি সদস্য মোক্তার আহমদ, ট্রাষ্ট সভাপতি আলহাজ্ব মুহিব আলী,সেক্রেটারি আবদুল আহাদ, কোষাধ্যক্ষ শাকির আহমদ সহ ট্রাষ্টের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

—প্রেস বিজ্ঞপ্তি