April 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 19th, 2025, 1:58 pm

লাল কাপড়ে ঢাকা হলো ঢাকা পলিটেকনিকের মূল ফটক

নিজস্ব প্রতিবেদক

পূর্ব ঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এসময় আগামীকাল থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধন শেষে লাল কাপড় টাঙিয়ে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ৬ দফা দাবিতে আগামীকাল রোববার (২০ এপ্রিল) সারাদেশে জেলাভিত্তিক মহাসমাবেশ পালন করা হবে।

এসময় দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কুমিল্লায় হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, ৬ দফা দাবি যৌক্তিক হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। আশ্বাস পরিবর্তে দাবির বাস্তবায়ন চান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে এদিন বেলা পৌনে ১২ টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধনে অংশ নেন আন্দোলনকারীরা।

এসময়, আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, রক্তে আগুন লেগেছে, আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। কুমিল্লায় হামলা কেন, জবাব চাই, জবাব চাই। কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। নাটকীয় মিটিংয়ের কারণ কি? কারণ কি। এসি রুমের বৈঠক আর নয় আর নয়। পলিটেকনিক এক হও, এক হও। দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কাফনের কাপড় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।