পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটেছে। শনিবার রাতের এই সংঘাতে পাকিস্তানের ২৫টি সীমান্তচৌকি দখল এবং অন্তত ৫৮ জন সেনা হত্যার দাবি করেছে আফগানিস্তান।
কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, সীমান্তবর্তী অঞ্চলে আফগান সেনাদের অভিযানে পাকিস্তানি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। সংঘাতের সময় গোলা ও গুলিবিনিময়ে আরও ৩০ জন পাক সেনা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। খবর এএফপির ও কাবুলভিত্তিক টোলো নিউজ- এর।
জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পাকিস্তান যদি আবারও আফগানিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।’
এদিকে, আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাবুলভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ। রোববার প্রকাশিত তাদের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়।
গত বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। তারা অভিযোগ করে, আফগান ভূখণ্ডে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নেতাদের আশ্রয়, প্রশ্রয় ও সহায়তা দিচ্ছে তালেবান সরকার। ঐ হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এছাড়া তার ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ আরও কয়েকজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের হামলার পর আফগানিস্তান থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে শনিবার রাতে। আফগান সেনারা সীমান্তবর্তী আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ একাধিক এলাকায় হামলা চালায়।
তবে পাকিস্তানের সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। রোববার সকালে এক বিবৃতিতে তারা দাবি করে, আফগান সীমান্তবর্তী ১৯টি পোস্ট দখল করেছে পাক বাহিনী এবং সংঘাতে বহু আফগান সেনা হতাহত হয়েছেন। আফগান সেনারা আহতদের ফেলে পালিয়ে গেছে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
পাকিস্তানের এই দাবি প্রকাশের কয়েক ঘণ্টা পরই আফগান সরকারের পক্ষ থেকে পাল্টা বিবৃতি আসে, যেখানে লাহোরে বিমান হামলা ও ২৫টি সীমান্তচৌকি দখলের বিষয়টি তুলে ধরা হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিউইয়র্কে মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি, রাজনীতিতে কমিউনিটির স্বীকৃতি
হংকংয়ে বহুতল ভবনে আগুন, চারজনের মৃত্যু