অনলাইন ডেস্ক :
দেশের ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর ফাঁকে বিয়েও সেরেছেন ক’দিন আগে। বিয়ের পর ছুটিতে বেশ খোশ মেজাজে দেখা যায় এই অভিনেত্রীকে। এদিকে এই ফাঁকে গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পুনর্মিলন’ সিনেমা। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত সিনেমাটিতে ফারিণের বিপরীতে আছেন ঢাকাই চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ। কাজিনদের সম্পর্কের নানান বাঁক, মাত্রা, আনন্দ, হাসি, টুকরো অভিমান, টানাপড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে ‘পুনর্মিলন’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফরম চরকিতে। ছবিটির প্রচারে অভিনব এক কৌশল বেছে নিয়েছেন ফারিণ।
গত শুক্রবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে সিনেমা খোঁজার ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। ডেসক্রিপশন-এ দিয়ে দিচ্ছি। এর মাধ্যমে অভিনব কৌশলে বারণ করেন ফারিণ। অভিনেত্রীর এমন প্রচারের কৌশলে মুগ্ধ তার ভক্তরা। কেউ লিখেন, মাত্র দেখে শেষ করলাম। শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। খুব ভালো লেগেছে। আবার কেউ লিখেছেন, ভেবেছিলাম অন্য কোনো কিছুর লিংক কিনা। সিয়াম-ফারিণ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু প্রমুখ।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান