April 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 7th, 2025, 4:54 pm

লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত: সুনেরাহ

 

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা ঈদের ষষ্ঠ দিনেও দাপটের সঙ্গে ব্যবসা করছে। দর্শকরা উন্মুখ হয়ে হলে ফিরছে ছবিটি দেখার জন্য। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা পাচ্ছে পুরো টিম। তবে যারাই ছবিটি দেখেছেন তাদের রিভিউতে আলাদা করে স্পেশাল মেনশন পাচ্ছে ছবিটির ‘লিখন’ চরিত্রটি, যেটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

অভিনেত্রীর ভাষ্য, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টি সেটি হলো, যারা সিনেমাটি দেখেছেন তারা এটিকে ওন করেছেন। এটা বুঝেছি তাদের রিভিউ দেখে। কারণ, কেউই স্পয়লার দেননি। কারণ, আমার চরিত্র বলেন বা অন্য কারো সেটি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গল্পটাই রিভিল হয়ে যাবে।

অথচ দর্শকদের কেউই সেটা করেননি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো – রাজনীতি

সুনেরাহ বিনতে কামাল গণমাধ্যমকে বলেন, ‘এখানে আমার স্ক্রিনটাইম খুবই কম কিন্তু গল্পে চরিত্রটার ইমপেক্ট রয়েছে। শুরুর দিকে আমি কনফিউজড ছিলাম যে, চরিত্রটি করব কি না! তাছাড়া নিশো ভাইয়ের মতো সিনিয়র শিল্পী রয়েছেন, তার সঙ্গে পর্দায় আমাকে মানাবে কি না; এরকম কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম।

তিনি তো অনেক ভারী এক্টর, একজন নতুন হিসেবে আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব কি না, এরকম অনেক বিষয় মনে কাজ করছিল। তখন তিনি সাপোর্ট দিয়েছেন। এরপর দর্শক হিসেবে যখন পর্দায় ছবিটি দেখলাম তখন সব শংকা কেটে গেছে, দেখলাম বেশ ভালো লেগেছে। দর্শকেরাও বেশ পছন্দ করেছেন।’

দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দর্শক যখনই পর্দায় আমাকে দেখছে তখনই হাসছে, প্রতিক্রিয়া দিচ্ছে।

আমার উপস্থিতি দর্শক মনে কতটা প্রভাব ফেলল, সেটা দেখার জন্য হলে গিয়েছিলাম। দেখলাম, খুব পজিটিভ। আমার উপস্থিতি দর্শকের মনে প্রভাব ফেলছে। মোটকথা চরিত্রটার ইমপেক্ট দর্শক বুঝতে পেরেছে। এটাই তো একজন শিল্পী হিসেবে সার্থকতা। যদি রেসপন্সের কথা বলি, এতটা বেশি পাবো কখনো ভাবিনি। যা ভেবেছি তার চেয়েও অনেক গুণ বেশি সাড়া পাচ্ছি। এটাই শিল্পী হিসেবে আমার অর্জন। এক কথায় যদি বলি, অসাধারণ, দুর্দান্ত সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত একটাও নেগেটিভ মন্তব্য পাইনি। না আমার চরিত্র নিয়ে কিংবা অন্য কেউ বা সিনেমা নিয়ে। পুরো সিনেমা নিয়ে একটাও নেগেটিভ মন্তব্য পাইনি।’