October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 29th, 2025, 5:06 pm

লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

 

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করে দেশকে গৌরবান্বিত করেছেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত হাফেজ আনাস পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করেন এবং পুরস্কার হিসেবে ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে চূড়ান্ত পর্বে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী, সচিব, সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান পর্যবেক্ষক হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন।

উল্লেখ্য, লিবিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা সাফল্যের স্বাক্ষর রেখে আসছেন। দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে পুনরায় শুরু হওয়া প্রতিযোগিতায় সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান, ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান (পুরস্কার ২ লাখ দিনার) এবং মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান অর্জন করেন। ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে।

গত অর্ধযুগে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে দেশের প্রতিযোগীরা যে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন, তা বাংলাদেশকে বিশ্ব কোরআন মঞ্চে এক গৌরবজনক অবস্থানে প্রতিষ্ঠিত করছে।

এনএনবাংলা/