November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 6:39 pm

লিবিয়ায় গুলিতে মাদারীপুরের তিন যুবক নিহত

 

লিবিয়ায় মানবপাচারকারীদের সহায়তায় সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের তিন যুবক—ইমরান খান, মুন্না তালুকদার ও বায়েজিত শেখ। ভূমধ্যসাগরে ইঞ্জিনচালিত নৌকায় থাকা অবস্থায় সন্ত্রাসী হামলায় তাঁদের মৃত্যু হয়। পরে লাশ ফেলে দেওয়া হয় সাগরে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান গত ৮ অক্টোবর অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশে বাড়ি ছাড়েন। এলাকার মানবপাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে ২২ লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি হলেও লিবিয়ায় আটকে নির্যাতন করে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। পরে ১ নভেম্বর ইতালিগামী নৌকায় ওঠানোর পর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইমরান। মঙ্গলবার তাঁর মৃত্যুসংবাদ পায় পরিবার।

একই ঘটনায় নিহত হন রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের মুন্না তালুকদার ও ঘোষলাকান্দি গ্রামের বায়েজিত শেখ। তিন যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত দালাল শিপন খানের পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে গা-ঢাকা দেন।

যদিও শিপনের স্বজনরা দাবি করছেন, তিনি কোনো দালালি বা মানবপাচারের সঙ্গে জড়িত নন। তবে এলাকাবাসীর অভিযোগ—কয়েক বছর ধরে লিবিয়ায় থাকা শিপন আত্মীয়-স্বজনের মাধ্যমে যুবকদের ইতালি নেওয়ার প্রলোভন দিয়ে আসছেন। এর আগেও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠলেও তিনি আইনের বাইরে ছিলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “লিবিয়ায় তিন যুবকের নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দালালদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

স্বজনদের দাবি—অবৈধ রুটে প্রাণ হারানো যুবকদের হত্যার ঘটনায় দালালচক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আর কেউ প্রতারণার ফাঁদে পড়ে জীবন হারাতে না হয়।

এনএনবাংলা/