লিবিয়ায় আটকে পড়া ১১৪ বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারা লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের সহায়তায় তারা দেশে ফিরেছেন বলে জানা গেছে।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (মিডিয়া) জিয়া বলেন, সকাল সোয়া ৮টায় বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশি যাত্রীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় প্রত্যেক প্রত্যাবর্তনকারীদের আইওএমের পক্ষে থেকে খাদ্য ও নগদ চার হাজার ৭৫০ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
লিবিয়া থেকে ফেরত আসা এসব বাংলাদেশি গত বছরের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ‘ভিজিট ভিসায়’দুবাই, ওমান, মালয়েশিয়া গিয়েছিলেন। সেখান থেকে তারা দালালের মাধ্যমে লিবিয়ায় যায় এবং দালালরা তাদের ত্রিপোলির গেম ঘরে রাখে। দালালরা প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ১১ থেকে ১৫ লাখ টাকা করে নেয়।
পরে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিভিন্ন সময় আটক করে। তাদের কেউ কেউ সেখানে ৬-৯ মাস জেল খাটেন। এরপর জাতিসংঘের অভিবাসন সংস্থা তাদের আউটপাস দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।
—ইউএনবি
আরও পড়ুন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে