December 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 5th, 2025, 8:10 pm

লিবিয়া থেকে অবৈধ পথে ইউরোপ যেতে চাওয়া ৩১০ বাংলাদেশি দেশে ফিরলেন

 

লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ইউরোপগামী পথে আটকা পড়া ৩১০ বাংলাদেশিকে। শুক্রবার সকাল ১০টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়—এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিরিয়ে আনা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।

বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, আইওএম এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। জনসচেতনতা বাড়াতে তাদের এই ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ জানানো হয়। আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে পথ খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তাও প্রদান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করছে।

এনএনবাংলা/