October 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 24th, 2025, 8:02 pm

লিবিয়া থেকে দেশে ফিরলেন প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি

 

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে অবস্থানরত ৩০৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)- এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফ্লাইটটি পরিচালনা করে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল।

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

তিনি আরও বলেন, ‘আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত নাগরিককে ৬ হাজার টাকা নগদ সহায়তা ও খাবার সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়।’

সরকারি সূত্র জানায়, ফিরিয়ে আনা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্রতারণার শিকার হয়েছেন। তাদের ইউরোপে পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাসে লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএম যৌথভাবে কাজ করেছে।

এনএনবাংলা/