অনলাইন ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে উল্ফসের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় শেষ সাত ম্যাচে ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ পেলো অল রেডরা। সর্বশেষ সাত ম্যাচে তাদের রয়েছে মাত্র একটি জয়। জার্গেন ক্লপের দল এই মুহূর্তে শীর্ষ চারের অবস্থান থেকে ১১ পয়েন্ট পিছিয়ে টেবিলের ১০ম স্থানে রয়েছে। ক্লপের সাত বছরের মেয়াদে এর থেকে বাজে পারফরমেন্স আর হয়নি। ২০১২ সালের পর এই প্রথমবারের মত লিভারপুল লিগে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে পরাজিত হলো। অন্যদিকে গত মৌসুমে তারা যত গোল হজম করেছিল ইতোমধ্যেই তার থেকে বেশি গোল হজম করে ফেলেছে লিভারপুল। গত শনিবার রেলিগেশন জোনে থাকা উল্ফসের বিপক্ষে মাঠে নেমে লিভারপুল কোনদিক থেকেই নিজেদের মেলে ধরতে পারেনি। ম্যাচের ৫ মিনিটে হুয়াং হি-চ্যানের ক্রস জোয়েল মাটিপের সাথে ডিফ্লেকটেড হয়ে জালে জড়ালে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে উল্ফস। ১২ মিনিটে ১০ গজ দূর থেকে ডিফেন্ডার ক্রেইগ ডওসন ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটে এ্যাডামা ট্রায়োরের ক্রস থেকে উল্ফসের হয়ে তৃতীয় গোলটি করেন রুবেন নেভেস। ম্যাচ শেষে ক্লপ বলেন, ‘অবশ্যই এটা ভয়ঙ্কর একটা শুরু। প্রথম দুটি গোল হবার কথা নয়। আমাদের নিজেদের দোষেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিলাম। এরপর আমরা কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠি। সে ব্যাপারে আমি বিস্তারিত কিছু বলবো না। এই পরাজয়ের কোন যুক্তি নেই। প্রথম ১৫ মিনিটে আমি দারুণ হতাশায় ছিলাম। আমাদের এখনই নিজেদের পরিবর্তন করতে হবে, এতে কোন সন্দেহ নাই। সত্যিকার অর্থেই আমি কোন ভাষা খুঁজে পাচ্ছিনা, আমাকে ক্ষমা করবেন।’
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা