July 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 6th, 2025, 11:21 am

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা

 

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অভিনেতা জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের এ অনুষ্ঠানটির প্রথম পর্ব শুক্রবার (৪ জুলাই) প্রচার হয়েছে।

এতে তানজিন তিশা তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কথা আপালচারিতায় তুলেন আনেন। অনুষ্ঠানের উপস্থাপক জায়েদ খান আলাপচারিতার এক পর্যায়ে তানজিন তিশাকে একটি গুজব সম্পর্কে জানতে চান।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার নাকি দুটা বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের জন্য পাত্রের অনুসন্ধান চলছে। এছাড়া আমার একটি সন্তান আছে। তাকে আমি দাদির কাছে লুকিয়ে রেখেছি। এমন গুঞ্জন শুনে সব সময়ই হাসি পায়। এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ ওই বেবিটা আমার বোনের।

তিশার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সেই বাচ্চা প্রসঙ্গে নানা তথ্য ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে এবার যেন বেশ ক্ষুব্ধই হয়েছেন এই তারকা। শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিশা লিখেছেন, অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ!

‘যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! তাদের উদ্দেশে বলছি- এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে, তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দিবো। আর যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে নিজ উদ্যোগে জুতা মার তালে তালে।’

তানজিন তিশার সেই পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, অভিনেত্রীর এখনও বিয়েই হয়নি। তাহলে বাচ্চা হবে কি করে? কেউ কেউ আবার সন্দেহ প্রকাশও করেছেন।

এনএনবাংলা/আরএম