সাম্প্রতিক সময়ে থানা, পুলিশ লাইন, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত এ অস্ত্রগুলো উদ্ধার হয় বলে পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে।
এ পর্যন্ত ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
গত ৫ আগস্টের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে থানা ও অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।
সারাদেশে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও।
—–ইউএনবি
আরও পড়ুন
প্রতারণার মামলায় গ্রেফতার মেঘনা আলম
শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি