ছোটপর্দার প্রিয়মুখ সাবিলা নূর। অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকমনে। গল্প এবং চরিত্র নিয়েই ব্যস্ত থেকেন তিনি। কোনো পলিটিক্স, কিংবা কোনো বিতর্কের সঙ্গে নিজেকে জড়ান না কখনো। অভিনয়ের বাইরে বাকিটা সময় কাটান পরিবার, বইপড়া কিংবা সিনেমা দেখে। সম্প্রতি লেখিকা হিসেবে আলোচনায় এসেছেন তিনি।
লুকিয়ে লুকিয়ে একটি বই লিখে ফেলেছেন, বইমেলাতে বই প্রকাশ করেছেন কিন্তু কাউকে জানাননি তিনি। সম্প্রতি তার বইয়ের প্রচ্ছদ নিয়ে হাজির হয়ে চমকে দিলেন ভক্তদের। তার বইয়ের নাম ‘ভালোবাসা অতঃপর’। দশ রকমের দশটি গল্প নিয়ে বইটি লিখেছেন তিনি। বইটির লেখক সাবিলা একা নন। যৌথভাবে লিখেছেন সালাম রাসেল নামের আরেক লেখক।
নিজের বই প্রকাশ নিয়ে নীরব থাকা প্রসঙ্গে সাবিলা বলেন, ‘অভিনয় আমার প্রথম প্রায়োরিটি। তার মধ্যে টুকটাক লিখি। আসলে ঘটা করে প্রকাশ করার মতো তেমন লেখক নই আমি। তাই নীরব থাকি। তবে বইটিতে খুব সুন্দর দশটি গল্প রয়েছে। এটি আমরা যৌথভাবে লিখেছি।’
সাবিলা লেখক হিসাবে এবার আত্মপ্রকাশ করলেও লেখালেখি করেন বেশ আগে থেকেই। চর্চাটা ছোটবেলা থেকেই। সেই লেখা কেবল তার নোটবই বা ডায়েরিতেই সীমাবদ্ধ নয়। তার লেখা গল্প নিয়ে ২০২১ সালে নির্মিত হয় নাটক ‘পারাপার’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় সেই নাটকে অভিনয়ও করেন তিনি। এরপর ২০২২ সালে এ অভিনেত্রী লেখেন দর্শকনন্দিত নাটক ‘রিদিকার গল্পটি’। এ নাটকেও তিনি অভিনয় করেন, সঙ্গে ছিলেন ইয়াশ রোহান।

আরও পড়ুন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: সৈয়দা রিজওয়ানা
হাসিনাকে ‘১০০ কোটি ঘুষ’: ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
তারেক রহমান কেন আসছেন না, এ প্রশ্ন খুব অরুচিকর: আসিফ নজরুল