January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 8:40 pm

লেবাননে দফায় দফায় বোমাবর্ষণ ইসরায়েলের

অনলাইন ডেস্ক :

কামান থেকে লেবাননে বোমাবর্ষণ চালানোর দাবি করেছে ইসরায়েল। রকেট ছোড়ার জবাবেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র টুইট বার্তায় জানিয়েছেন, তাদের আর্টিলারি বাহিনী দক্ষিণ লেবাননের খোলা জায়গায় হামলা চালায়। অন্যদিকে লেবাননের গণমাধ্যম জানিয়েছে, এই পরিস্থিতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) দক্ষিণ সীমান্তের একাধিক সাইরেন বাজায়। উত্তেজনা না বাড়িয়ে শান্ত ও সংযম থাকার আহ্বান জানিয়েছেন ইউএনআইএফআইএলের প্রধান মিশন কমান্ডার আরল্ডো আলাজারো। তবে লেবানন থেকে কোন গোষ্ঠী ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে তা জানা যায়নি। পাল্টপাল্টি হামলায় দুই দেশের সীমান্ত এলাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পবিত্র রমজান মাসে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজা উপত্যাকায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে। শতাধিক ফিলিস্তিনিকে এরইমধ্যে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিলো।