অনলাইন ডেস্ক :
দল বদল করেও দুর্দান্ত ফর্মে রয়েছেন পোলিশ তারকা রবার্ত লেভানদোস্কি। চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ১৮টি গোল করে ফেলেছেন তিনি। তবে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে দুঃসংবাদ পেলেন এই তারকা। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে নয়, লেভা নিষিদ্ধ হয়েছেন স্প্যানিশ লা লিগায়। ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেন এই বার্সা ফরোয়ার্ড। ওই সময় বাজে আচরণের দায়ে তার নামে আরো তিন ম্যাচের নিষেধাজ্ঞা যোগ করে দিয়েছে রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লেভার এই নিষেধাজ্ঞা বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে লেভানদোস্কির পোল্যান্ড। ওই গ্রুপে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। গ্রুপের অপর দুই দল হলো সৌদি আরব ও মেক্সিকো। ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবেন লেভানদোস্কিরা।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার