July 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 16th, 2025, 6:59 pm

লোকাল বাস, বিয়াইন সাব ও গার্লফ্রেন্ডের বিয়া’র পর এবার ময়না

 

সম্প্রতি কণ্ঠশিল্পী কোনাল একটি ছবির সঙ্গে ‘#ময়না’ লিখে একটি পোস্ট দেন। পোস্টটি পরে শেয়ার করেন জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, কলকাতার সুরকার-সঙ্গীত পরিচালক আকাশ সেন এবং ঢাকার কণ্ঠশিল্পী নিলয় ডি রকস্টার। ছবির ক্যাপশনে প্রশ্ন ছিল, কোনালই কি ময়না?।

জানা যায়, ‘ময়না’ নামের একটি গানের প্রচারণা এটি। মূলত ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ এমন ফানি ড্যান্স টাইপ গান আগেই তৈরি করেছে গানচিল মিউজিক। সেই ধারারার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি তার নিজস্ব ঢঙে এবার ময়না গানটিও তৈরি করছে।

গানটি লিখেছেন আসিফ ইকবাল। গানটির সুর ও সঙ্গীত করেছেন আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী কোনাল ও নিলয় ডি রকস্টার।

গানটি নিয়ে কোনাল বলেন, আসিফ ইকবাল ভাই তো অসাধারণ লেখেন। আমি, তিনি ও আকাশ সেন একসঙ্গে অনেক গান করেছি—যেগুলো দারুণ হিট হয়েছিল। আমাদের ‘ও প্রিয়তমা’ গানটা তো এখনো মানুষের মুখে মুখে। এবারও দারুণ আয়োজনে ‘ময়না’ গানে কণ্ঠ দিয়েছি। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

আকাশ সেন বলেন, ‘ময়না’ একটি মজার, ক্যাচি ও একদম পারফেক্ট ড্যান্স নাম্বার হয়েছে। কেন এটা আলাদা, তা গানটি প্রকাশের পরই সবাই বুঝতে পারবেন।

মিক্সড অ্যালবামের পাশাপাশি ‘ফায়ারব্যান্ড’ এবং ‘বেস্ট অব নিলয়’ নামের অ্যালবাম প্রকাশ করে বেশ পরিচিত হয়ে উঠেন নিলয় ডি রকস্টার। এই গানে কণ্ঠ দিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বললেন, আসিফ ইকবাল ভাইয়ের গানের কথায় দারুণ জাদু রয়েছে।

এনএনবাংলা/আরএম