ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘর থেকে মূল্যবান রত্ন চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (২৬ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
লে প্যারিসিয়ান জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট-ডেনিস এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজনকে চার্লস ডি গল বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগমুহূর্তে আটক করা হয়।
গত রোববার সকালে চারজন দুর্ধর্ষ চোর ল্যুভর জাদুঘরে প্রবেশ করে। তারা ওয়েল্ডিং যন্ত্রপাতি ব্যবহার করে দিনদুপুরে চুরির ঘটনাটি সংঘটিত করে।
ফরাসি বিচারমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় জাদুঘরের নিরাপত্তায় ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চুরির দিন সকাল ৯টা ৩০ মিনিটে জাদুঘরটি খোলার কিছুক্ষণ পরই চোরচক্রটি সেখানে প্রবেশ করে। সিন নদীর কাছে তারা একটি যানচালিত সিঁড়ি স্থাপন করে, যার সাহায্যে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করা হয়।
প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, সিঁড়িটি ভবনের প্রথম তলার সঙ্গে লাগানো ছিল। দুই চোর গ্রিল কাটার যন্ত্র দিয়ে গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা নিরাপত্তা রক্ষীদের ভয় দেখিয়ে একটি রুম খালি করে ফেলে। সবাই বেরিয়ে যাওয়ার পর তারা গ্লাস কেটে মূল্যবান রত্ন হাতিয়ে নেয়।
পরবর্তীতে জানা যায়, চোররা ভবনের যে চারটি রুমে প্রবেশ করেছিল, তার একটিতে কোনো সিসি ক্যামেরা কাজ করছিল না।
ফরাসি পুলিশ জানিয়েছে, পুরো অভিযানে চোররা মাত্র চার মিনিট সময় নেয়। এরপর তারা ভবনের বাইরে অপেক্ষমাণ দুটি স্কুটারে চড়ে পালিয়ে যায়।
এই সাহসী চুরির ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটির পর জাদুঘর ও অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: বিবিসি
এনএনবাংলা/

আরও পড়ুন
বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে ১০ লাখ মৃত্যু: বিশ্বব্যাংক
পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ আফগানকে নেবে জার্মানি
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক