বিরতির অভিনয়ে নিয়মিত হয়েছেন তারকা মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। মাঝে একক নাটকে অভিনয়ে প্রাধান্য দিলেও এবার অভিনয় করছেন মেগা ধারাবাহিক নাটকে। আজ থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হল শখ অভিনীত মেগা ধারাবাহিক নাটক ‘রূপগনর’।
এর কাহিনি গড়ে উঠেছে ‘রূপনগর’ নামে একটি এলাকার বাসিন্দাদের যাপিত জীবনের নানা ঘটনা নিয়ে। রূপনগর মূলত ভিন্ন দুই ইউনিয়নের দুই চেয়ারম্যানের এলাকা। দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা। তারা সারাক্ষণ একে অপরের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারি আর অন্যজন দখলবাজ। তারপরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অপরের পাশে থাকে।
এই মেগা ধারাবাহিক নিয়ে শখ জানান, নাটকের গল্প ও চরিত্র একটু ভিন্নভাবে চেনা জীবনের ছায়া তুলে এনেছে। যে কারণে এই মেগা ধারাবাহিকে অভিনয় করা। নাটকটি দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
‘রূপনগর’ নাটকে আনিকা কবির শখ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ অনেকে। চিত্রনাট্য লিখছেন লিটু সাখাওয়াত।
পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকটি আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে প্রচার হবে। এ ছাড়া নাটকটি দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে বলে নির্মাতা জানান।
এনএনবাংলা/
আরও পড়ুন
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা
বিদেশের উৎসব ঘুরে মেহজাবীনের ‘সাবা’ এবার বাংলাদেশে
আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত