January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 3rd, 2021, 7:53 pm

শনিবার বাংলাদেশ সফরে আসছে আফগানরা

অনলাইন ডেস্ক :

৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি স্থগিত করেছিল। অবশেষে সব সংকট কেটে যাওয়ার পর শনিবার বাংলাদেশ সফরে আসছে আফগানরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২১ দিনের সফরে আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও একটি চারদিনের ম্যাচ খেলবে। সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার ঢাকায় এসে সরাসরি সিলেট চলে যাবে আফগান যুব দল। সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ মিলবে সফরকারীদের। প্রথম দুই দিন অনুশীলনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরকারীরা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। পাঁচটি ওয়ানডে শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চারদিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান। এরপর ২৩ সেপ্টেম্বর ঢাকায় ফিরে, ২৪ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে সফরকারী যুব দল। এর আগে ১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি স্থগিত করেছিল। অবশেষে সব সংকট কেটে যাওয়ার পর শনিবার বাংলাদেশ সফরে আসছে আফগানরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২১ দিনের সফরে আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও একটি চারদিনের ম্যাচ খেলবে। সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার ঢাকায় এসে সরাসরি সিলেট চলে যাবে আফগান যুব দল। সেখানে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ মিলবে সফরকারীদের। প্রথম দুই দিন অনুশীলনের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরকারীরা প্রথম ওয়ানডে খেলবে ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে। পাঁচটি ওয়ানডে শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চারদিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান। এরপর ২৩ সেপ্টেম্বর ঢাকায় ফিরে, ২৪ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবে সফরকারী যুব দল। এর আগে দুই দফা স্থগিত হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফরটি। প্রথম দফায় গত মার্চে সফর স্থগিত করেছিল বিসিবি। সেবার আফগান যুব দলের বিপক্ষে একটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে খেলতে মার্চের শুরুতে ভারতের নয়ডায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু আফগানিস্তান প্রস্তুতির জন্য বাড়তি সময় চাওয়ায় শেষ পর্যন্ত সিরিজটি মাঠে গড়ায়নি।