নিজস্ব প্রতিবেদক:
শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ। শনিবার (২২ জানুয়ারী) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত এই এমপির শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার। শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন
আগামীকাল বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান