নিজস্ব প্রতিবেদক:
শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ। শনিবার (২২ জানুয়ারী) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত এই এমপির শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার। শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক