অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডে নিজেদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় সফর কাটিয়ে গত সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ব্যক্তিগতভাবেও দারুণ একটা সফর গেছে পেসার শরিফুল ইসলামের। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেই দলের সেরা বোলার ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে তো সিরিজসেরাও হয়েছেন। তবে দল হিসেবে সিরিজটা আরেকটু ভালো করতে না পারার আক্ষেপ আছে শরিফুলের, ‘আমার খুব ভালো গেছে। কিন্তু আমরা যদি দলগতভাবে আরেকটু ভালো করতে পারতাম, তাহলে আরো ভালো লাগত। খুব ভালো একটা সিরিজ গেছে। যদিও টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। বৃষ্টি না হলে দ্বিতীয় ম্যাচটা হয়তো জিততাম। জানি না খেলা হলে কী হতো, তবে যেটুকু খেলা হয়েছে আমাদের পক্ষেই ছিল।’
টি-টোয়েন্টিতে সিরিজসেরা হওয়া শরিফুল পেসারদের জন্য এটাকে নতুন শুরু হিসেবে দেখছেন, ‘কেবল তো শুরু যে একজন মাত্র হয়েছে (সিরিজসেরা)। ভবিষ্যতে আরো অনেকে হব ইনশাআল্লাহ। এখান থেকে আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে যার মতো যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব সেরাটা দেওয়ার।’ বছরখানেক আগেও দলে অনিয়মিত ছিলেন শরিফুল। গত সাত মাসে নিজের বদলে যাওয়া রূপ দেখিয়েছেন এই পেসার। বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহেও শরিফুলকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘খুব ভালো লাগছে। প্রতিটা খেলোয়াড়ই চায় সেরা হতে। যে পর্যায়ে আছি, এটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। তাসকিন এলে দলটা আরো গোছানো হবে।’
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল