নাটোরে প্রতিনিধি
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার প্রতিবাদে নাটোরে র লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে স্থানীয় বিএনপি’র আয়োজনে শনিবার বিকালে লালপুর ডিগ্রী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছলটি গুরুত্বপূনর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।
শ্রী সুন্দরী পাইলট স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির হিসাবে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশে যদি আর কোন ভাইয়ের বুকে গুলি চলে পুরো দেশ রুখে দাঁড়াবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। গণতন্ত্রের যাত্রাপথে কোন ষড়যন্ত্র করলে আমরা যে ভাবে গুলির মুখে দাঁড়িয়ে, যে ভাবে স্বৈরাশাসকের বিরুদ্ধে ষড়ষন্ত্র মোকাবেলা করেছি। আপনারা ভাববেন না আমরা বসে আছে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সে বাংলাদেশ আদায় করে ছাড়বো।
পুতুল বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাশাসক ও মাফিয়া ডনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেই বাংলাদেশের মানুষের ওপর গুলি চলতে পারে না। গত ৫ আগষ্টের পর থেকে আবার একটি গোষ্ঠী দেশ নিয়ে আবারো ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনকে বানচাল করতে কাজ করছে। ফ্যাসিবাদের আমলে তারা কোন ঘটনা ঘটলে বিএনপির ওপর দায় চাপানো হতো। সেই আগের মতো বিএনপির ওপর দায় চাপানোর পায়তারা চলছে। আপনারা ভাববেন না বিএনপি বসে আছে। ১৭ বছর রাজপথে আন্দোলন করা বিএনপি আপনাদের ষড়যন্ত্র মুহুত্বে রুখে দিতে পারে।
এসময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে চট্রগ্রাম ৮ আসেনে বিএনপি মনোনীত পার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলায় নির্বাচনী গণসংযোগের সময় গত বুধবার (৫ নভেম্বর) শহরের হামজারবাগ এলাকায় এই হামলা হয়। বুকে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০