জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):
নুরুল ইসলাম খোকনঃ শরীয়তপুর ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের প্রিয়কাঠি গ্রামের নুর মোহাম্মদ বেপারীর ছেলে আবুল হোসেন বাবুল (৫০) ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে মৃত্য হয়েছে। বৃৃহস্পতিবার (২ মে) আনুমানিক রাত ৩ ঘটিকায় ঢাকা কুির্মটোলা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য হয়। কনেশ্বর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায় গ্রাম পুলিশ আবুল হোসেন বাবুল কয়েক দিন যাবত জ্বর ছিল, এলাকার ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেওয়ার পর কোন উন্নতি না দেখে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা কুির্মটোলা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে পরিক্ষা নিরিক্ষা করা হলে তার ডেঙ্গু জ্বর ধরা পরে, বিষয়টি নিশ্চত করেন এবং সেখানে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু তার শরীরের অবস্থা অবনতি দিকে যেতে থাকে এবং চিকিৎসা অবস্থায় তার মৃত্য হয়। পরিবারের সদস্যরা বলেন ০৪ (চার) দিন ধরে জ্বর ছিল ও পায়ের থুরায় প্রচন্ড ব্যাথা করতে দেখে আমরা তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর পরিক্ষা করে তার প্লেটিনা ১৮ হাজারের নিচে চলে আসে। আবার প্যাসার ও ঠিক ছিল না। কনেশ্বর ইউয়নের পরিষদের চেয়রম্যান আনিছুর রহমান বাচ্চু বলেন বেশ কয়েকদিন যাবত জ্বরে আক্রন্ত ছিল আবুল হোসেন বাবুল। ডামুড্যা থানার ওসি এমারত হোসেন বলেন আমরা এই বিষয়টি এখানো খবর পাই নাই, তবে বিষয়টি খবর নিয়ে দেখবে।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ