December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 12:21 pm

শরীয়তপুরে ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় নিহত ৩

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জয়ন্তিয়া নদীর ওপর এক ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- তানজি (২৩), শাকিল আহমেদ (২৫) ও সাগর আলী (২৩)।

গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, ভোর ৪টার দিকে মাইজরা এলাকায় মেঘনার শাখা নদীর ওপর শাইখ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে স্বর্ণদ্বীপ প্লাস নামের লঞ্চের লোহার পানির ট্যাংক পাঁচ যাত্রীর ওপর পড়ে।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাকিল ও সাগরকে মৃত ঘোষণা করা হয়।

মতিউর রহমান বলেন, লঞ্চের চালক ও তার সহকারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির জানান, নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

—ইউএনবি