শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সড়কে গাড়ি উল্টে খাদে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার রাত তিনটার দিকে উপজেলার মাঝেরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাউছার মাঝি (২৮) উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরভয়রা গ্রামের বাসিন্দা এবং উপজেলার চর ভয়রা এলাকার বারেক মাঝির ছেলে।
ডামুড্যা থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চরভয়রা গ্রামের বারেক মাঝির বড় ছেলে আল আমিন মাঝি (৪০) সোমবার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তাকে নিয়ে সেখানে থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা।
এ জন্য রাত ১১টার দিকে একটি প্রাইভেট কার ভাড়া করেন তারা। রাতে কুয়াশা থাকায় গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল চালকের।
রাত তিনটার দিকে শরীয়তপুর-ডামুড্যা সড়কের ডামুড্যা উপজেলার মাঝেরটেক এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পাঁচ যাত্রী খাদের পানিতে তলিয়ে গাড়ির ভেতর আটকে পড়েন।
সড়কের টহল পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কাউছার মাঝির মৃত্যু হয়।
আর গুরুতর আহত অবস্থায় তার ভাতিজি মুন্নি আক্তারকে (১৫) ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় আকাশ আহমেদ বলেন, হঠাৎ করেই অনেক চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হই। পরে রাস্তার পাশে পুকুরের মধ্যে একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখি। আমরা দ্রুত নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) সফি উল্লাহ বলেন, আমরা রাতে টহলে ছিলাম। হঠাৎ করেই ডাক চিৎকার শুনতে পেয়ে আমরা ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
পথে কাউছার নামের একজনের মৃত্যু হয়।
ডামুড্যা ফায়ার সার্ভিস -এর ফায়ার ফাইটার হাসেম সিকদার বলেন, আমরা রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই।
সেখানে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
পরে আমরা নেমে গাড়িটি সার্চ করি।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী