January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 27th, 2022, 3:31 pm

শরীয়তপুরে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে প্রেমিকার বাড়িতে আত্মহত্যা, পরিবারের দাবী হত্যা

জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে প্রেমিকার বাড়িতে আত্মহত্যা করেন প্রেমিক। পরিবারের দাবী আমার ছেলে-কে হত্যা করা হয়েছে। জানা যায় ডামুড্যা উপজেলা কনেশ্বর ইউনিয়নের প্রিয়কাটি গ্রামে আলী আফজাল এর ছেলে সরোয়ার কাজল (২৬) প্রেমিকা সিথিঁ শিধলকুড়া ইউনিয়নের খলিল বাঘার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায় যে, সিথিঁর সাথে অনেক দিনের সম্পর্ক গড়ে ওঠে সরোয়ার কাজলের, তবে সিথিঁর পরিবার জানতো কিন্তু কাজলের পরিবার জানতো না। সরোয়ার কাজল অফছোনিল কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন নোয়াখালিতে। তিনি গত বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার রাতে কাজলকে ফোন দিয়ে নানা বাড়িতে আসতে বলে, কাজলের বাড়ির পাশেই সিথিঁর নানা বাড়ি। রাত আনুমানিক সাড়ে ১২ ঘটিকার দিকে সিথিঁর চিৎকার করেন, আশেপাশের লোক এসে কাজলকে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে চিকিৎসকরা কাজলকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে কাজলের ভাই শহীদুল বলেন, আমার ভাই সিথিঁর সাথে সম্পর্ক ছিল তা আমরা জানি না, কখনোও আমার ভাই বাসায় বলেনি। গত রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিল, হঠাৎ ফোন আসায় কাজল বাসা থেকে বের হয়ে যায়। রাত ১ ঘটিকার সময় হাসপাতাল থেকে ফোন দেয় আমরা সেখানে গিয়ে কাজলের লাশ দেখতে পাই। কাজলের পরিবার বলে আমার ছেলেকে সিথিঁ ফোন দিয়ে নিয়ে মেরে ফেলছে তা আমরা বিচার চাই। সিথিঁর মা হালিমা বেগম বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না, কাজল মারা যাওয়ায় আমার মেয়ে পাগলের মতো হয়ে গেছে। সিথিঁকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পারিয়ে রেখেছে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাইয়েছি। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।