জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):
শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা পূর্ব ডামুড্যা জয়ন্তী নদী শাখা উপর শরীয়তপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে মেইন ব্রীজের ওঠার সময় বেশ বড় গর্ত হয়ে আছে। যে কোনো সময় ঘটতে পারে এক বড় ধরনের দুর্ঘটনা। ব্রীজটি পাশেই রয়েছে ঢাকা শরীয়তপুরে বিআরটিসি কাউন্টার। ব্রীজটি উপর দিয়ে দৈনিক কয়েকশ যানবাহন চলাচল করেছে। ব্রীজটি দক্ষিণে গোসাইরহাট হয়ে তথা বরিশাল বিভিন্ন লোকজন ও কৃষি মালামালসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গাড়ি যাতায়াত করে। ভ্যান চালক আব্দুল গণি বলেন, ব্রীজের ওঠার সময় লাগে যেন কখন চাক্কা খাদে পরে যায়, আতঙ্কে থাকি। পূর্ব ডামুড্যা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বার সোহাগ মাল বলেন, কয়েকদিন আগে তুমুল বৃষ্টি হওয়ার কারণে নিচ থেকে মাটি সরে গিয়াছে। উপজেলা জেলা এলজিডি ইঞ্জিনিয়ার আবু নাঈম নাবিল বলেন, প্রর্টেক্টিব ওর্য়াক না থাকার কারণে বৃষ্টিতে মাটি সরে গেছে। রিভাইস পাঠানো হয়েছে অনুমোদন আসলে নতুন করে সংস্কার করা হবে।
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী