জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
শরীয়তপুর ডামুড্যা উপজেলায় গত ৪ই এপ্রিল দেশী প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বাস্তবায়নের উপজেলা মৎস্য দপ্তরে পক্ষ থেকে ইউনিয়নের পাঁচজন করে মোট চারটি ইউনিয়নের বিশ জনকে চল্লিশটি ছাগল বিতরণ করেন এবং ছাগলের ঘর ও খাবারসহ বিতরণ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত