January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 7th, 2023, 10:45 am

শরীয়তপুর দরিদ্র জেলাদের মধ্যে ছাগল বিতরণ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুর ডামুড্যা উপজেলায় গত ৪ই এপ্রিল দেশী প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বাস্তবায়নের উপজেলা মৎস্য দপ্তরে পক্ষ থেকে ইউনিয়নের পাঁচজন করে মোট চারটি ইউনিয়নের বিশ জনকে চল্লিশটি ছাগল বিতরণ করেন এবং ছাগলের ঘর ও খাবারসহ বিতরণ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার।