অনলাইন ডেস্ক :
সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে জুটি বেঁধেছিলেন দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রশংসিত হয়েছিল এ জুটি। সেই ম্যাজিক সঙ্গে নিয়ে ফের সিনেপর্দায় জুটি বাঁধছেন দুই সুপার স্টার। ছবির নাম ‘কাছের মানুষ’। পরিচালক পথিকৃৎ বসু। এ খবর আগেও প্রকাশিত হয়েছে। নতুন খবর হলো খুব শিগগির শুটিং শুরু হতে চলেছে এ ছবির। কলকাতার অলি-গলিতেই বেশিরভাগ শুটিং করবেন দেব ও প্রসেনজিৎ। শুটিং নিয়েই সোশ্যাল মিডিয়ায় শহরবাসীকে বিশেষ অনুরোধ করলেন টলিউডের এ দুই অভিনেতা। ‘কাছের মানুষ’ ছবিতে টিমের পক্ষ থেকে দেব ও প্রসেনজিৎ একটি পোস্ট শেয়ার করেছেন তাদের সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা রয়েছে, ‘আমরা খুব শিগগির কলকাতার বিভিন্ন জায়গায় কাছের মানুষের শুটিং শুরু করবো। সবাইকে বিনীত অনুরোধ শুটিং চলাকালীন আমাদের ছবি যদি ক্লিক করেন, দয়া করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। এতে ছবির চমকগুলো প্রকাশ্যে এসে যাবে। তবে সিনেমা মুক্তির আগে আপনারা আমাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই পারেন। সহযোগিতা করার জন্য ধন্যবাদ।’ ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’, ‘কে তুমি নন্দিনী’র মতো ছবিগুলো পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ‘কাছের মানুষ’ ছবির পরিচালকও তিনি। দেবের প্রযোজনায় তৈরি হতে চলেছে এ ছবি। ছবিতে দেব ও প্রসেনজিৎ ছাড়াও দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে। এর আগে দেবের ‘ককপিট’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিৎকে। ‘কাছের মানুষ’ ছবির মোশন পোস্টার প্রকাশ্যে আসে গত বছরই। যেখানে দেখা গিয়েছিল, রেললাইনে মুখোমুখি বসে আছেন দেব ও প্রসেনজিৎ। তাদের দিকে ধেয়ে আসছে একটি ট্রেন। মোশন পোস্টারে রহস্য উসকে দিয়েছিল ‘কাছের মানুষ’। এ ছবি ঠিক কী গল্প বলবে, তা নিয়ে ইতোমধ্যেই কৌতূহল শুরু হয়েছে নেটদুনিয়ায়। বরাবরই দেব ও প্রসেনজিৎকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। অনুরাগীদের সেই ইচ্ছেকে মাথায় রেখেই নতুন ছবির প্ল্যান করেছেন দেব। শোনা যাচ্ছে, এ ছবির গল্পে থাকবে দারুণ সব চমক। সেগুলো গোপন রাখতেই দেব ও প্রসেনজিতের এমন অনুরোধ। ২০২২-এর পূজায় মুক্তি পেতে পারে ‘কাছের মানুষ’।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’